এস.এস.সি পরীক্ষার ২০২০ MCQ উত্তরমালা কুমিল্লা বোর্ড– ভূগোল ও পরিবেশ

ভূগোল ও পরিবেশ mcq

MCQ উত্তরমালা কুমিল্লা বোর্ড– ভূগোল ও পরিবেশ

সেট ক বোর্ড

১. ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে?
উত্তরঃ (খ) অধ্যাপক কার্ল রিটার

২.পৃথিবীর আবর্তনের যে ধরন তার বিপরীত ধরন কোন গ্রহের?
উত্তরঃ (খ) শুক্র

৩. বার্ষিক গতির কারণে
উত্তরঃ (ক) i,ii

৪.ব্যক্তি জীবনে কোন মানচিত্রের গুরুত্ব অধিক?
উত্তরঃ (গ) ক্যাডাস্ট্রাল

৫. পৃথিবীর কেন্দ্রমন্ডল কী দিয়ে গঠিত?
উত্তরঃ (খ) লৌহ ও নিকেল

৬.স্হান ‍দুটির মধ্যে সময়ের পার্থক্য কত ঘন্টা?
উত্তরঃ (খ)৩

৭. T স্হানে শীতকাল বিরাজ করলে B স্হানে কোন ঋতু পরিলক্ষিত হবে?
উত্তরঃ (ঘ) গ্রীষ্মকাল

৮. প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে?
উত্তরঃ (ঘ) দোয়াব

৯. বাংলাদেশের বরেন্দ্রভূমি কোন ধরনের সমভূমি?
উত্তরঃ (খ) প্লাবন

১০.বায়ুমন্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে?
উত্তরঃ (ঘ)

১১. নিরক্ষীয় অঞ্চলে সারা বছর কখন ‍বৃষ্টি হয়?
উত্তরঃ (ক)বিকেলে

১২. সমুদ্রে অগভীর মগ্নচড়ার সৃষ্টি হয়-
উত্তরঃ (ঘ) i,ii, iii

১৩. জনস্বল্পতা দেখা যায় কোন দেশে?
উত্তরঃ (ঘ)অস্ট্রেলিয়ায়

১৪.কক্সবাজারে আশ্রয় গ্রহনকারী রোহিঙ্গাদের ক্ষেত্রে প্রযোজ্য
উত্তরঃ (ঘ) i,ii, iii

১৫. রৈখিক বসতি কোথায় গড়ে ওঠে?
উত্তরঃ (ক)নদীর কিনারায়

১৬. অপরিকল্পিত নগর গড়ে ওঠার ফলে-
উত্তরঃ (ঘ) i,ii, iii

১৭. কোনটি অনবায়নযোগ্য সম্পদ?
উত্তরঃ (খ)খনিজ তৈল

১৮. রফিক সিরামিকের থালা বাটি তৈরির কারখানায় কাজ করে। সে কোন পর্যায়ের অর্থনৈতিক কার্যালয় সাথে জড়িত?
উত্তরঃ (খ) দ্বিতীয়

১৯. ক চিহিত নদীর নাম কী?
উত্তরঃ (গ) মেঘনা

২০. খ ও গ চিহিত ভূমি
উত্তরঃ (ঘ) i,ii, iii

২১. ফয়’স লেক কোথায় অবস্থিত?
উত্তরঃ (গ)চট্রগ্রামে

২২. নিচের কোন জেলায় রেলপথ নেই ?
উত্তরঃ (ঘ) বরিশাল

২৩. বাংলাদেশের ‍উৎপাদিত পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে?
উত্তরঃ (ক) মার্কিন যুক্তরাষ্ট্রে

২৪. পরিবেশের ভারসাম্যহীনতায়
উত্তরঃ (গ) i,iii

২৫. বর্তমান অবস্থা চলতে খাকলে ২০২৫ সালের মধ্যে কত শতাংশ উদ্ভিদ ও প্রাণী পৃথিবী থেকে নিশ্চিহৃ হয়ে যাবে/
উত্তরঃ (ক) ২০-২৫

২৬. বাংলাদেশে কখন নদী ভাঙ্গন বেশি দেখা যায়?
উত্তরঃ (গ) জুন – সেপ্টেম্বর

২৭.নিচের কোন জেলায় বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে?
উত্তরঃ (খ)সিলেট

২৮. সূর্য থেকে A গ্রহটি দূরত্ব কত কোটি কিলোমিটার?
উত্তরঃ (ক)৫.৮

২৯.চিত্রানুসারে কোন বক্তব্যটি সঠিক?
উত্তরঃ (খ) B ও C এর উপগ্রহের সংখ্যা সমান

৩০. ইক্ষু ভালো জম্নে-
উত্তরঃ (খ) i, iii

About Post Author

Related posts