হিসাববিজ্ঞান MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২০ কুমিল্লা বোর্ড

হিসাববিজ্ঞান MCQ উত্তরমালা

হিসাববিজ্ঞান MCQ উত্তরমালা

আজকের পরিক্ষা Accounting খুব ভালো হবে। তারপরও MCQ টিক কয়টা সঠিক হয়েছে R কয়টা ভুল হয়েছে। hisab biggan নৈর্ব্যক্তিক MCQ ans উত্তরপত্র অংশের সমাধান Solve উত্তর মালা ২০২০ সেট ক খ গ ঘ সকল বোর্ড ঢাকা,কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর,ময়মনসিংহ, মাদ্রাসা,Dhaka, Rajshahi, Comilla, Jessore, Chittagong, Barisal, Sylhet, Dinajpur, Madrasah, তোমাদের এই সংশয় দূর করতে জানার উপায় টিমের উদ্যোগে পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে JanarUpay.com এ।

এস.এস.সি. পরীক্ষা-২০২০

হিসাববিজ্ঞান

বহুনির্বাচনি অভীক্ষা

তারিখ ২২/০২/২০২০, শনিবার

৯ ফালগুন ১৪২৬ সাল

 

সেট গ কুমিল্লা বোর্ড

১.বাকিতে পণ্য বিক্রয় এর পূর্বে বিক্রেতার কোনটি যাচাই করেন
উত্তরপত্র JU: (গ)দায় পরিশোধ ক্ষমতা

২.হিসাববিজ্ঞানের যথাযথ প্রয়োগের মাধ্যমে হ্রাস পায়
উত্তরপত্র JU: (খ)i,ii

৩.যন্ত্রপাতির পরিবহন খরচ কি জাতীয় লেনদেন
উত্তরপত্র JU: (গ)মূলধন জাতীয় ব্যয়

৪.গার্মেন্টস কারখানার ম্যানেজারের বেতন কি বলা যায়
উত্তরপত্র JU: (ক)পরোক্ষ মজুরি

৫.নিচের কোনটি সঠিক
উত্তরপত্র JU: (ঘ)মালিকানা স্বত্ব প্রতিষ্ঠানের জন্য এক ধরনের দায়

৬.প্রাপ্তি প্রধান হিসেবে নিচের কোন দফাটি হিসাবভুক্ত হয়
উত্তরপত্র JU: (গ)বিগত বছরের ভাড়া পরিশোধ

৭.নগদ প্রদান জাবেদা প্রস্তুত এর উদ্দেশ্য কি
উত্তরপত্র JU: (খ)নগদ বহিঃপ্রবাহ জানা

৮.2019 সালে ভাড়া বাবদ আরথী এন্টারপ্রাইজের
উত্তরপত্র JU: (ঘ)i,ii,iii

৯.দালানকোঠা নির্মাণের ক্ষেত্রে আরোপন যোগ্য খরচ কোনটি
উত্তরপত্র JU: (ক)কংক্রিট মিক্সার এর ভাড়া

১০.হিসাবের পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট দিকে পার্থক্য
উত্তরপত্র JU: (গ)জের টানা

১১.মিস্টার শাকিল 2019 সালের একই জানুয়ারি নগদ ৫০০০০ হাজার টাকা এবং ৬০০০০ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। জানুয়ারি 1 তারিখে নগদান হিসাবের উদ্বৃত্ত হবে
উত্তরপত্র JU: (ঘ)ডেবিট জের ১,১০,০০০ হাজার টাকা

১২.সমাপনী হাতে নগদ এর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত থাকে
উত্তরপত্র JU: (খ)প্রারম্ভিক নগদ তহবিল

১৩, ব্যবসায়ে ব্যবহারের জন্য ঘড়ি ও ক্যালকুলেটর ক্রয় করলে কোন হিসেবে লেখা হয়
উত্তরপত্র JU: (ক)অফিস সাপ্লাইজ হিসাব

১৪.লেনদেনের উৎস কোনটি
উত্তরপত্র JU: (ঘ)আর্থিক ঘটনা

১৫.সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত
উত্তরপত্র JU: (খ)৪০০০০

১৬.বিক্রয়ের পরিমাণ কত
উত্তরপত্র JU: (ক)২৯০০০০০

১৭.ব্যবসায় মালিকানা স্বত্ব হ্রাস করে
উত্তরপত্র JU: (খ)i,ii

১৮.নিচের কোনটি অনগদ লেনদেন
উত্তরপত্র JU: (ক)প্রাপ্ত বাট্টা

১৯.হিসাবের স্বাভাবিক ক্রেডিট উদ্বৃত্ত হয়
উত্তরপত্র JU: (ক)i,ii

২০.কোন রীতির ভিত্তিতে সম্ভাব্য কুঋনকে খরচ হিসেবে বিবেচনা করা হয়
উত্তরপত্র JU: (ঘ)রক্ষনশীলতার নীতি

২১. প্রকৃত জাবেদায় লেখা হয় নিচের কোনটি
উত্তরপত্র JU: (খ)ধারে আসবাবপত্র ক্রয়

২২.মি অনীকের কোন ধরনের ভুল হয়েছে
উত্তরপত্র JU: (গ)পরিপূরক ভুল

২৩.মি অনীকের ভুল সংশোধন না করলে ব্যবসায়
উত্তরপত্র JU: (খ)i,iii

২৪.ডেবিট নোট এর ভিত্তিতে কোনটিতে লেনদেন লেখা হয়
উত্তরপত্র JU: (ঘ)ক্রয় ফেরত জাবেদা

২৫.সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা হয়
উত্তরপত্র JU: (খ)i,iii

২৬.হিসাব চক্রের কোন স্তরে প্রতিটি হিসাব খাত পৃথকভাবে প্রস্তুত করা হয়
উত্তরপত্র JU: (গ)খতিয়ানের স্থানান্তর

২৭.একজন ব্যবসায়ী তার নিজস্য নব্য ৪০০০০ হাজার টাকা এবং ১০০০০ টাকা ব্যক্তিগত ঋণ নিয়ে ব্যবসা শুরু করলে মূলধন হিসেবে কত টাকা ক্রেডিট হবে
উত্তরপত্র JU: (গ)৪০০০০

২৮.পারিবারিক হিসাব নিকাশের কোনটি থেকে নগদ প্রবাহ জানা যায়
উত্তরপত্র JU: (ক)প্রাপ্তি প্রদান হিসাব

২৯.মিত্র ট্রেডার্সের হিসাবের বই এর সুবিধা কোনটি
উত্তরপত্র JU: (খ)আয় ও ব্যয়ের পার্থক্য নির্ণয়

৩০.মিত্র ট্রেডার্স এর সমতুল্য সুবিধা পাওয়ার জন্য প্রিয়া ট্রেডাস কে প্রস্তুত করতে হবে
উত্তরপত্র JU: (গ)ii,iii

হিসাববিজ্ঞান MCQ উত্তরমালা

About Post Author

Related posts