হিসাববিজ্ঞান MCQ উত্তরমালা
আজকের পরিক্ষা Accounting খুব ভালো হবে। তারপরও MCQ টিক কয়টা সঠিক হয়েছে R কয়টা ভুল হয়েছে। hisab biggan নৈর্ব্যক্তিক MCQ ans উত্তরপত্র অংশের সমাধান Solve উত্তর মালা ২০২০ সেট ক খ গ ঘ সকল বোর্ড ঢাকা,কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর,ময়মনসিংহ, মাদ্রাসা,Dhaka, Rajshahi, Comilla, Jessore, Chittagong, Barisal, Sylhet, Dinajpur, Madrasah, তোমাদের এই সংশয় দূর করতে জানার উপায় টিমের উদ্যোগে পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে JanarUpay.com এ।
এস.এস.সি. পরীক্ষা-২০২০
হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি অভীক্ষা
তারিখ ২২/০২/২০২০, শনিবার
৯ ফালগুন ১৪২৬ সাল
সেট গ ঢাকা বোর্ড
১.পাপ্য কমিশন কোন জাতীয় হিসাব
উত্তরপত্র JU: (ক)আয়
২.জাবেদা থেকে জানা যায়
উত্তরপত্র JU: (ঘ)i,ii,iii
৩.কোন দাখিলার মাধ্যমে আয় ব্যয় হিসাব বন্ধ করা হয়
উত্তরপত্র JU: (খ)সমাপনী দাখিলা
৪.ডেবিট নোট কে তৈরি করে
উত্তরপত্র JU: (ক)ক্রেতা
৫.খতিয়ানের বৈশিষ্ট্য হলো
উত্তরপত্র JU: (খ)i,iii
৬.ব্যয় হিসাব সবসময় কোন জের প্রকাশ করে
উত্তরপত্র JU: (ক)ডেবিট
৭.হিসাব বিজ্ঞান কে কি নামে অভিহিত করা হয়
উত্তরপত্র JU: (খ)তথ্য ব্যবস্থা
৮.হিসাবরক্ষণের মূল ভিত্তি
উত্তরপত্র JU: (ক)জাবেদাভুক্ত করণ
৯.ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন এ লেনদেনটির ফলে হিসাব সমীকরণে
উত্তরপত্র JU: (খ)i,iii
১০.দুতরফা দাখিলা সুবিধা গ্রহণকারী হিসাবটি কে বলা হয়
উত্তরপত্র JU: (ক)ডেটর
১১.উপরোক্ত তথ্য ভিত্ততে কোন লেনদেন জনাব করিমের প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হবে
উত্তরপত্র JU: (গ)পণ্য ফেরত দেওয়া
১২.উপরিউক্ত তথ্য 5 ও 20 তারিখের লেনদেনগুলো জাবেদা সংরক্ষণ করা হবে
উত্তরপত্র JU: (গ)বিক্রয় জাবেদা
১৩.জনাব করিম পণ্য ফেরত দেওয়ার সময় প্রস্তুত করবেন
উত্তরপত্র JU: (ক)ডেবিট নোট
১৪.নাসিম তার ব্যবসার জন্য একখণ্ড জমি ক্রয় করলেন জমি রেজিস্ট্রেশন করতে তিনি ৫০০০ হাজার টাকা ব্যয় করলেন এই স্টেশনের খরচ
উত্তরপত্র JU: (খ)মূলধন জাতীয় ব্যয়
১৫.জনাব আলমের দেনার পরিমাণ কত
উত্তরপত্র JU: (ঘ)৫০০০ টাকা
১৬.মার্চ 28 তারিখের লেনদেনটি জনাব আলমের লিপিবদ্ধ করা উচিত
উত্তরপত্র JU: (গ)তিনঘরা নগদান বইতে
১৭.নগদপ্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে
উত্তরপত্র JU: (ক)i,ii
১৮.আসবাবপত্র বিক্রয় 5000 টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে এ ক্ষেত্রে কোন ধরনের ভুল হয়েছে
উত্তরপত্র JU: (ঘ)নীতিগত ভুল
১৯.কোনটি অন্য তিনটি হতে ভিন্ন
উত্তরপত্র JU: (ঘ)খাজনা ও কর
২০.সম্ভাব্য অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হয় যখন
উত্তরপত্র JU: (গ)দেনাদারের নিকট পাওনা অর্থ নিশ্চিত তো তো পাওয়া যাবে না
২১. জুতা তৈরীর ক্ষেত্রে আরবপন যোগ্য খরচ কোনটি
উত্তরপত্র JU: (ক)চামড়া ক্রয়
২২.পরিবারে বেশিরভাগ লেনদেন সংঘটিত হয়
উত্তরপত্র JU: (ক)নগদে
২৩.পরিবারিক মুনাফা জাতীয় ব্যয়
উত্তরপত্র JU: (ঘ)i,ii,iii
২৪.আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে
উত্তরপত্র JU: (ক)i,ii
২৫.কোন দফাটি মূলধন জাতীয় প্রাপ্তি
উত্তরপত্র JU: (ঘ)স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ
২৬.পুরাতন যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ
উত্তরপত্র JU: (গ)মূলধন জাতীয় আয়
২৭.হিসাব সমীকরণের সঠিক প্রকাশ হলো
উত্তরপত্র JU: (ক)i,ii
২৮.মালিকানা স্বত্বের পরিমাণ বৃদ্ধি পাবে
উত্তরপত্র JU: (ক)ব্যাগ হতে মালিকের জন্য 2000 টাকা উত্তোলন
২৯.হিসাবের ক্রেডিট দিক দ্বারা বুঝায়
উত্তরপত্র JU: (ক)আয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি
৩০.ট্রেড মার্ক হিসাব একটি
উত্তরপত্র JU: (খ)সম্পদ হিসাব
হিসাববিজ্ঞান MCQ উত্তরমালা