বৃষ্টির দিনের এস এম এস মেসেজ স্ট্যাটাস ছন্দ SmS

বৃষ্টির দিনের

বৃষ্টির দিনের এস এম এস মেসেজ স্ট্যাটাস ছন্দ SmS

বৃষ্টির রাতের এসএমএস, বৃষ্টি ভেজা সকাল sms, বৃষ্টির এসএমএস বাংলা,বৃষ্টি নিয়ে এসএমএস, বৃষ্টি ভেজা সকালের এসএমএস,বৃষ্টির মেসেজ,বৃষ্টি ভেজা রাতের ছন্দ, বৃষ্টির দিনের রোমান্টিক ছন্দ

আজ বর্ষা এলো,
ফরসা আকাশ মেঘলা হোলো,
নামছে এখন বৃষ্টি,
আমার কথা মনে পড়লে
জানালায় রাখো দৃষ্টি।

মেঘলা মেঘলা আকাশ
ঠান্ডা ঠান্ডা বাতাস
বৃষ্টি ভেজা গা
পানিতে ভেজা পা
বৃষ্টি থামেনা
চারদিকে জল
পা সামলে চল।

আকাশে আজ মেঘ জমেছে,
রাগ করেছে ভারী।
আজ নাকি সারাদিন,
রোদের সাথে আরি।
রোদটাও খুব অভিমানী,
উঠতে নাহি চায়,
এই সুযোগে বৃষ্টি নাকি,
দারুন মজা পায়।

বৃষ্টি পড়ছে সপ্ন জমছে আমার চোখের কোণে,
চলনা হারিয়ে যাই আজ আপন মনে।
পহেলা আষাঢ়েই বৃষ্টির গান গাই
আষাঢ় মাস কে স্বাগত জানাই।

আজ আমি বৃস্টিতে ভিজেছি
আর মন খুলে কেদেছি
কেউ বুজতেই পারেনি যে আমার
চোখ থেকে গরিয়ে পরেছে বৃস্টির জল
নাকি চোখের জল
তাই তো বৃস্টি এলেই আমি
নিজেকে ভাসিয়ে দেই বৃস্টির জলে

বৃস্টি ভেজা বরষা দিনে
খুজি তোমায় আনমনে,
বলনা কেমন আছ তুমি
বৃস্টির রিমঝিম এই ক্ষনে?

কোনো এক বর্ষার দুপুর বেলায়,
যেদিন বৃষ্টি নামবে অঝোর ধারায়,
সেদিন বৃষ্টিতে ভেজা দুহাত ভরা কদম ফুল নিয়ে,
তোমার দুয়ারে হাত বাড়িয়ে বলব ভুলিনি তোমাকে।

উদাস হয়ে তাকিয়ে…দেখি দুরে
কেন রে বৃষ্টি পাগল করিছ মোরে.
দুরে ডোবায় ভেসে থাকা কচুরিপানায়
বৃষ্টির আলতো ছোঁয়ায় ভরে উঠছে যেন সবুজের সজিবতায়,

“ঈদ মোবারক এস এম এস ২০২০। ঈদুল ফিতরের এস এম এস ২০২০”এখানে ক্লিক করুন

এখানে এই শহরে বৃষ্টির শব্দ কানে আসে না কখন আসে কখন যায় মনে যে থাকে না ।

কথাগুলো শুনে খিলখিলিয়ে যেন হেসে উঠেছিল পাশের ফুলবাগানের ফুল আন্দন্দে আত্মহারা হয়ে দুলে দুলে বলেছিল যেন, আর করো নাক কোন ভুল..

কষ্টের মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে এই শহরে সবুজ পাতার হলুদবর্ণ দেয় যে নিমিষে সরিয়ে ।

“নামাজের এসএমএস ২০২০, ইসলামিক sms, জুমা মোবারক sms 2020”এখানে ক্লিক করুন

নীল আকাশে মেঘের বাতাসে আকাশপটে কত যে স্বপ্নআঁকা রঙধনু রঙে আকাশে দেখি নীল রং হাসে ঠোঁট করে বাঁকা

বৃষ্টি ভেজা দিনে বৃষ্টি ভেজা কিরণ নিত্য নতুন আনন্দে তাকেই করি বরণ ।

“বাংলালিংক এসএমএস On Net 30, 70, 200, 500 SMS 2020”এখানে ক্লিক করুন

মেঘ গুড় গুড় মেঘলা দিনে কালো মেঘের সাজ গুড়ুম গুড়ুম শব্দে খালি পড়ে ভাজ ।

Table of Contents

About Post Author

Related posts