টেলিটক আগামী সিম পাওয়ার উপায়, কলরেট, ডাটা প্যাকেজ

টেলিটক আগামী সিম

টেলিটক আগামী সিম

পাওয়ার উপায়, সিমের কলরেট, ডাটা প্যাকেজ, টেলিটক আগামী ইন্টারনেট অফার

২০২০ সালের SSC পরিক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছো সেব শিক্ষার্থীদের জন্য টেলিটকের পক্ষ থেকে দারুণ উপহার
সবচাইতে কম রেটে ইন্টারনেট সুবিধা আগামী সিম দিচ্ছে একদম বিনামূল্যে
সিমটি নিয়ার জন্য জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কে নিবন্ধন করতে হবে এবং নিবন্ধন করলে একটি টেলিটক আগামী পেয়ে জাবেন।

রেজিস্ট্রেশন বা নিবন্ধন করার নিয়ম ২০২০ টেলিটক আগামী সিম

যেকোনো টেলিটক সিনের message অপশনে গিয়ে লিখেন AGAMI স্পেস Board(প্রথম ৩ অক্ষর) স্পেস Roll স্পেস Passing Year স্পেস ContactNo (আপনার সাথে যোগাযোগ এর জন্য যে কোনো ফোন নাম্বার)
উদাঃ AGAMI DHA 641322 2020 0171082163
তার পর Message টি পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে
আগামী সিমের ইন্টারনেট প্যাক

২ জিবি ইন্টারনট ৮১ টাকায়
নিতে ডায়াল করুন *১১১*৬০৩# অথবা A3 লিখে পাঠিয়ে ১১১ নম্বরে,
মেয়াদ ৩০ দিন

৩ জিবি ইন্টারনট ৫৩ টাকায়
নিতে ডায়াল করুন *১১১*৬০৩# অথবা A4 লিখে পাঠিয়ে ১১১ নম্বরে,
মেয়াদ ১০ দিন।

১০ জিবি ইন্টারনট ১৬৯ টাকায়
নিতে ডায়াল করুন *১১১*৬১০# অথবা A6 লিখে পাঠিয়ে ১১১ নম্বরে,
মেয়াদ ৩০ দিন ।

আগামী সিমের Call রেট

টেলিটক টু টেলিটক – ৪৫ পয়সা
টেলিটক থেকে অন্য সিমে – ৪৫ পয়সা
টেলিটক টু টেলিটক ভিডিও call – ৪৫ পয়সা
আগামী সিমের এসএমএস প্যাক

টেলিটক টু টেলিটক – ৩০ পয়সা
টেলিটক থেকে অন্য সিমে – ৩০ পয়সা
আগামী সিমের রিচার্জ অফার

২৫ টাকা রিচার্জ করলে ২৫ মিনিট (on-net) ৫০ এমবি ইন্টারনেট এবং ২৫ টি এসএমএস (on-net)
মেয়াদঃ ৩ দিন।

About Post Author

Related posts