পদার্থের গঠন সপ্তম শ্রেণি প্রশ্ন উত্তর পত্র

পদার্থের গঠন সপ্তম শ্রেণি

পদার্থের গঠন সপ্তম শ্রেণি প্রশ্ন উত্তর পত্র

প্রশ্ন-১) মৌলিক ও যৌগিক পদার্থ বলতে কী বোঝ?

উত্তর: যেসব পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে মৌলিক পদার্থ বলে। যেমন– তামা, লোহা, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি। আর যেসব পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক ভিন্ন ভিন্ন পদার্থ পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। যেমন– লবণ, চিনি, পানি, ক্যালসিয়াম কার্বনেট ইত্যাদি।

প্রশ্ন-২) পদার্থ সম্পর্কে ডেমোক্রিটাসের মতবাদ কী?
উত্তর:
ডেমোক্রিটাসের মতে, সব পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে তৈরি। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম।

প্রশ্ন-৩) খাবার লবণের সংকেত লেখ।
উত্তর:
খাবার লবণের সংকেত NaCl (সোডিয়াম ক্লোরাইড)।

প্রশ্ন-৪) এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কত?
উত্তর:
এ পর্যন্ত ১১৮টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে।

প্রশ্ন-৫) প্রতীক কী?
উত্তর:
কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত প্রকাশই প্রতীক।

প্রশ্ন-৬) প্রকৃতিতে কয়টি মৌলিক পদার্থ পাওয়া যায়?
উত্তর:
প্রকৃতিতে ৯৮টি মৌলিক পদার্থ পাওয়া যায়।

প্রশ্ন-৭) হিলিয়ামের প্রতীক কী?
উত্তর:
হিলিয়ামের প্রতীক হলো He।

প্রশ্ন-৮) পরমাণু কী?
উত্তর:
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে না, তাকে পরমাণু বলে।

প্রশ্ন-৯) আধুনিক পরমাণুবাদের জনক কে?
উত্তর:
আধুনিক পরমাণুবাদের জনক হলো জন ডাল্টন।

প্রশ্ন-১০. চিনির রাসায়নিক নাম কি?
উত্তর:
চিনির রাসায়নিক নাম সুক্রোজ।

প্রশ্ন-১১) বায়ু কোন ধরনের পদার্থ?
উত্তর:
বায়ু একটি মিশ্র পদার্থ।

প্রশ্ন-১২) চক কী কী দ্বারা গঠিত?
উত্তর:
চক ক্যালসিয়াম, কার্বন ও অক্সিজেন দ্বারা গঠিত।

প্রশ্ন-১৩) ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত লেখ।
উত্তর:
ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত MgO.

প্রশ্ন-১৪)) সোডিয়ামের ল্যাটিন নাম কী?
উত্তর:
সোডিয়ামের ল্যাটিন নাম হলো Natrium.

প্রশ্ন-১৫) পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি?
উত্তর:
পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু।

প্রশ্ন-১৬) পর্যায় সারণি কি?
উত্তর:
পর্যায় সারণি হলো ছকের মাধ্যমে প্রকাশিত রাসায়নিক মৌলসমূহের ধর্মের একটি ধারণাচিত্র।

প্রশ্ন-১৭) লোহার প্রতীক কী?
উত্তর:
লোহার প্রতীক হলো Fe.

প্রশ্ন-১৮) বায়ুর উপাদান কী কী?
উত্তর:
বায়ু এক ধরনের মিশ্র পদার্থ। এটি বিভিন্ন উপাদান নিয়ে গঠিত। যেমন– নাইট্রোজেন, অক্সিজেন, জলীয়বাষ্পসহ অন্যান্য পদার্থ।

প্রশ্ন-১৯) কত সালে জন ডাল্টন পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে মতবাদ দেন?
উত্তর:
১৮০৩ সালে জন ডাল্টন পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে মতবাদ দেন।পদার্থের গঠন সপ্তম শ্রেণি

প্রশ্ন-২০) লবণ কি?
উত্তর:
লবণ হলো সোডিয়াম ও ক্লোরিন নামের দুই রকম মৌলিক পদার্থের উপাদান দিয়ে তৈরি একটি যৌগিক পদার্থ।

প্রশ্ন-২১) অণু কাকে বলে?
উত্তর:
যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে।

প্রশ্ন-২২) পরমাণুকে ভাঙলে কী পাওয়া যায়?
উত্তর:
পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পাওয়া যায়।

প্রশ্ন-২৩) চক ভাঙলে কোন কোন পদার্থ পাওয়া যায়?
উত্তর:
চক ভাঙলে ক্যালসিয়াম, কার্বন ও অক্সিজেন পাওয়া যায়।

প্রশ্ন-২৪) লোহাকে বাতাসে রেখে দিলে কোন রঙের আস্তরণ পড়ে?
উত্তর:
লোহাকে বাতাসে রেখে দিলে তার ওপর হালকা লাল রঙের একটি আস্তরণ পড়ে।

প্রশ্ন-২৫) চকের রাসায়নিক নাম কী?
উত্তর:
চকের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট।

প্রশ্ন-২৬) পর্যায় সারণিতে কয়টি কলাম ও সারি আছে?
উত্তর:
পর্যায় সারণিতে ৮টি উল্লম্ব কলাম ও ৭টি অনুভূমিক সারি আছে।

প্রশ্ন-২৭) সংকেত কি?
উত্তর:
অণুর সংক্ষিপ্ত প্রকাশই হলো সংকেত।

প্রশ্ন-২৮) ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পরমাণুর কোথায় থাকে?
উত্তর:
পরমাণুর কেন্দ্রে থাকে নিউট্রন ও প্রোটন। আর কেন্দ্রের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকে।

প্রশ্ন-২৯) গ্রুপ কি?
উত্তর:
পর্যায় সারণির উল্লম্ব কলামই হলো গ্রুপ।

প্রশ্ন-৩০) পর্যায় কি?
উত্তর:
পর্যায় সারণির অনুভূমিক সারিই হলো পর্যায়।

প্রশ্ন-৩১) এটম অর্থ কি?
উত্তর:
এটম শব্দটি গ্রিক ভাষার শব্দ এটমস (Atomos) থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো অবিভাজ্য বা Indivisible.

প্রশ্ন-৩২) মরীচা কী?
উত্তর:
লোহার তৈরি জিনিসপত্র কিছুদিন বাইরে রেখে দিলে এর ওপর লালচে বাদামি একটি আস্তরণ পড়ে, একে বলা হয় মরীচা।

প্রশ্ন-৩৩) ক্যালসিয়াম সালফেটের সংকেত কী?
উত্তর:
ক্যালসিয়াম সালফেটের সংকেত হলো CaSO4।

About Post Author

Related posts