রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে।
নোটঃ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য গ্রন্থটি ১৯১০ সালে প্রকাশিত হয়।
কাব্যটির ১৯২৭ সালে ‘Song Offering’নামে ইংরেজি অনুবাদ করা হয়। যার ভূমিকা লেখেন উইলিয়াম বাটলার (W.B) ইয়েটস।
‘গীতাঞ্জলি’ কাব্যটি ‘Song Offering’ নামে ইংরেজি অনূদিত হওয়ার পর রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
‘গীতাঞ্জলি’ কাব্যর কবিতা গুলো রচিত হয় ১৯০৮ এবং ১৯০৯।