ছত্রাক ও শৈবালের মধ্যে পার্থক্য কি
ছত্রাক ও শৈবালের মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো–
ছত্রাক
- ১) ছত্রাক অসবুজ উদ্ভিদ।
- ২) এরা পরভোজী উদ্ভিদ।
- ৩) এরা দ্বিবিভাজন, বাডিং ইত্যাদি প্রক্রিয়ায় বংশবিস্তার করে।
- ৪) এদের দেহে ক্লোরোফিল নেই।
- ৫) উদাহরণ : ঈস্ট, এগারিকাস ইত্যাদি।
শৈবাল
- ১) শৈবাল সবুজ উদ্ভিদ।
- ২) এরা স্বভোজী উদ্ভিদ।
- ৩) এরা অযৌন ও যৌন জনন উপায়ে বংশবৃদ্ধি করে।
- ৪) দেহে ক্লোরোফিল আছে।
- ৫) উদাহরণ : স্পাইরোগাইরা।