প্লাজমোলাইসিস (Plasmolysis) কি

প্লাজমোলাইসিস (Plasmolysis) কি

একটি সজীব উদ্ভিদ কোষকে অতিসারক দ্রবণে রাখলে কোষের ভেতরে থেকে জল বহিঃ অভিস্রবণ প্রক্রিয়ায় বাইরে বেরিয়ে আসে। ফলে কোষের প্রোটোপ্লাজম সংকুচিত হয় এবং কোষ পর্দা ও কোষ প্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে আসে।

কোষের এই অবস্থাকে প্লাজমোলাইসিস বলে।প্রোটোপ্লাজম সংকুচিত এই কোষকে প্লাজমোলাইসড বলে ।

প্লাজমোলাইসিস এর প্রথম অবস্থায় যখন কোষ থেকে জল বেরিয়ে আসে কিন্তু প্রোটোপ্লাজম কোষ পর্দা থেকে বিচ্ছিন্ন হয় না তখন এই ঘটনাকে প্রারম্ভিক প্লাজমোলাইসিস বলে।

About Post Author

Related posts