জীবের দ্বিপদ নামকরণ জানা প্রয়োজন।

জীবের দ্বিপদ নামকরণ জানা প্রয়োজন।

কারণ বিশ্লেষণ: গণ ও প্রজাতি নামক দুটি পদের সমন্বয়ে জীবের বৈজ্ঞানিক নামকরণই হলো দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্য একটাই তা হচ্ছে এ বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানা। প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা। পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা। এভাবে প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। দ্বিপদ নামকরণ ল্যাটিন শব্দে হওয়ায় কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হয়। ফলে বিশ্বের সকল ভাষার লোকের কাছে যেকোনো জীবের শনাক্তকরণ সহজতর হয়।

Table of Contents

About Post Author

Related posts