জীবের শ্রেণিবিন্যাস করা প্রয়োজন।

জীবের শ্রেণিবিন্যাস করা প্রয়োজন।

কারণ বিশ্লেষণ: পৃথিবীর বিচিত্র পরিবেশের প্রায় সর্বত্রই রয়েছে জীবজগতের বিস্তৃতি। তাই জীববিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে প্রতিটি জীব বা জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য, আচরণ, ব্যবহার ইত্যাদি আমাদের জানা প্রয়োজন। অসংখ্য ও বিচিত্র জীব প্রজাতিকে কীভাবে সহজে জানা যায় তার জন্য চাই একটি সুচিন্তিত ও সুবিন্যস্ত পদ্ধতি। আর এ পদ্ধতিই জীবের শ্রেণিবিন্যাস নামে পরিচিত। কারণ শ্রেণিবিন্যাস হলো জীবজগতকে অল্প পরিশ্রমে সহজভাবে জানার একটি পদ্ধতি। জীবের জাতিজনিত বিভিন্ন তথ্য, জীবকুলের বিবর্তনিক ধারা নির্ণয় ও নতুন প্রজাতি শনাক্তকরণের জন্য শ্রেণিবিন্যাস প্রয়োজন। এ বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগতকে ভালোভাবে জানা, বোঝা ও শেখার সুবিধার্থে এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করার জন্য জীবের শ্রেণিবিন্যাস করা প্রয়োজন।

Table of Contents

About Post Author

Related posts