ব্যাপন চাপ কি, ব্যাপন চাপ কাকে বলে
ব্যাপন এ অংশগ্রহণকারী অনুগুলি যে চাপ তৈরি করে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায় সেই চাপকে ব্যাপন চাপ বলা হয়।
কম ঘনত্ব যুক্ত পদার্থ এর তুলনায় অধিক ঘনত্ব যুক্ত পদার্থের ব্যাপন চাপ বেশি হয় বলে পদার্থের অণুগুলো কম ঘনত্বের দিকে যায়। দু’দিকের ঘনত্ব সমান হয়ে গেলে দুদিকের ব্যাপন চাপ সমান হয়ে যায়। তখন সমান হারে একদিক থেকে অপরদিকে অনুগুলির চলাচল করে। সুতরাং নিট ব্যাপন তখন শূন্য হয়।