জ্ঞানীর দৃষ্টিতে ঈশ্বরের স্বরুপ কি?
জ্ঞানীর দৃষ্টিতে ঈশ্বরের স্বরূপ হলাে ব্রহ্ম। যাঁরা সকল বিষয় বাসনা পরিত্যাগ করে কেবল সর্বব্যাপী ও নিরাকার ব্রহ্মকে উপাসনা করেন এবং ব্রহ্মেই সন্তুষ্ট থাকেন,তাদের জ্ঞানী বলা হয়। জ্ঞানীদের কাছে ঈশ্বরই ব্রহ্ম। জ্ঞানী ব্যক্তিরা মানুষ, জীবের জন্য ও ঈশ্বরের ভালবাসার জন্য কাজ করেন।