বনায়ন কাকে বলে?

বনায়ন কাকে বলে?

কৃষি শুধু ফসল উৎপাদনের ব্যাপার নয়। কৃষি হলো একটি শিল্প। চারা উৎপাদন থেকে শুরু করে বৃক্ষ ও গো-খাদ্য চাষ পদ্ধতি, বনজ ও ফলদ ও উদ্ভিদ চাষ পদ্ধতি, বৃক্ষ ও মাঠ ফসল চাষ পদ্ধতি, সামাজিক ও কৃষি বনায়ন এসবের সমষ্টিকে বলা হয় বনায়ন।

Table of Contents

About Post Author

Related posts