উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে? বিশ্লেষণ করো।
এই তাপ সঞ্চালনের প্রক্রিয়াই আলোচনা করতে বলা হয়েছে সৃজনশীল প্রশ্নের ঘ নং প্রশ্নটিতে। নিচের সমাধানে উপরের প্রশ্নের উত্তর তুলে ধরা হলো –
আলোচ্য উদ্দীপকে লৌহ দন্ডটির অপরপ্রান্ত গরম হয়ে যাওয়ার কারণ হলো এর মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছিল। কঠিন পদার্থের কনাগুলো নিজেরা স্থান পরিবর্তন করতে পারে না। তাপ পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হলে কণাগুলো নিজেরাই স্থান পরিবর্তন না করে তাকে গরম প্রান্ত থেকে ঠান্ডা প্রান্তে নিয়ে যায়। কঠিন পদার্থ গুলো যেমন লোহা, তামা, পিতল, অ্যালমিনিয়াম, দস্তা এগুলো দ্রুত তাপ পরিবহন করে। তাই রান্নার জন্য ধাতুর তৈরি পদার্থ ব্যবহার করা হয় এবং তা সুবিধাজনক।
“তাপমাত্রা বাড়লে বায়ুমন্ডলের চাপ কমে যায় কেন?”এখানে ক্লিক করুন
“তাপ সঞ্চালন কাকে বলে”এখানে ক্লিক করুন
“দন্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করো”এখানে ক্লিক করুন