তাপমাত্রা বাড়লে বায়ুমন্ডলের চাপ কমে যায় কেন?
কোন স্থানের বায়ুরচাপ সেখানকার তাপমাত্রা উপর নির্ভর করে। তাপ পেলে বায়ু হালকা হয়ে যায় উপরে উঠে যায়। যেহেতু বায়ুমণ্ডল খোলা তাই তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমে যায়। বায়ুর ঘনত্ব কমে গেলে বায়ুমণ্ডলের চাপ কমে যায়। অর্থাৎ নিম্নচাপের চাপের সৃষ্টি হয়।
“তাপ সঞ্চালন কাকে বলে”এখানে ক্লিক করুন