সপ্তম (৭ম) শ্রেণি গণিত ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন

সপ্তম (৭ম) শ্রেণি গণিত ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন class 7 math assighnment 5th week

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। ২ মাইল এবং ৩ কিলোমিটারের পার্থক্য কত মিটার?
২। একটি ঘনকের একটি তলের পরিসীমা ১২ মিটার হলে এর আয়তন কত?
৩। একটি গ্লাসে ২৫০ মিলিলিটার পানি ধরে। এরুপ ২৫টি গ্রাসের পানি দ্বারা একটি পানির পাত্র সম্পূর্ণরূপে ভরা যায়। পাত্রটিতে কত লিটার পানি ধরে?
8। সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন ৮ ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়। গড়ে প্রতি ঘন্টায় ২৮০ কেজি ৫০০ গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়?
ও। তোমার পড়ার টেবিলের প্রস্থ ২ ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। টেবিলটির উপরি তলের ক্ষেত্রফল কত?
৬। জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃভ্রমণের জন্য তার আয়তাকার বাগানের চারদিকে চার চক্কর দেন। তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং বাপানটির দৈর্ঘা ১২০ মিটার। প্রাতঃভ্রমণে তিনি কত কিলোমিটার হাটেন?
৭। অনু তার খাতায় একটি সামান্তরিক এঁকে মেপে দেখল যে, এর ভুমি ৭.৫ সেন্টিমিটার এবং উচ্চতা ৪.২৫ সেন্টিমিটার। অনুর আকা সামান্তরিকটির ক্ষেত্রফল কত?
৮। একটি ত্রিভুজের ভূমি ৬ সেন্টিমিটার ৫০ মিলিমিটার এবং উচ্চতা ৪০০ মিলিমিটার এর ক্ষেত্রফল কত বর্গসেন্টিমিটার?
৯। ৭ কিলোমিটার ৭ সেন্টিমিটার = কত মিটার?
১০। উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের এক ভাগকে এক মিটার বলে?

About Post Author

Related posts