সপ্তম শ্রেণীর ৫ম অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মালা ২০২০

১। ২ মাইল এবং ৩ কিলােমিটারের পার্থক্য কত মিটার?

উত্তরঃ ২২০ মিটার

২৷ একটি ঘনকের একটি তলের পরিসীমা ১২ মিটার হলে এর আয়তন কত?

উত্তরঃ ২৭ ঘনমিটার

৩। একটি গ্লাসে ২৫০ মিলিলিটার পানি ধরে। এরুপ ২৫টি গ্লাসের পানি দ্বারা একটি পানির পাত্র সম্পূর্ণরুপে ভরা যায়। পাত্রটিতে কত লিটার পানি ধরে?

উত্তরঃ ৫.৬২৫ লিটার

৪৷ সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন ৮ ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়। গড়ে প্রতি ঘন্টায় ২৮০ কেজি ৫০০ গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়?

উত্তরঃ ২.২৪৪ মেট্রিক টন

৫৷ তােমার পড়ার টেবিলের প্রস্থ ২ ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। টেবিলটির উপরি তলের ক্ষেত্রফল কত?

উত্তরঃ ৬ বর্গ ফুট

৬। জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃভ্রমণের জন্য তার আয়তাকার বাগানের চারদিকে চার চক্কর দেন৷ তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং বাগানটির দৈর্ঘ্য ১২০ মিটার। প্রাতঃভ্রমণে তিনি কত কিলােমিটার হাঁটেন?

উত্তরঃ ১.৪৪ কিলোমিটার

৭৷ অনু তার খাতায় একটি সামান্তরিক ঐকে মেপে দেখল যে, এর ভূমি ৭.৫ সেন্টিমিটার এবং উচ্চতা ৪.২৫ সেন্টিমিটার। অনুর আঁকা সামান্তরিকটির ক্ষেত্রফল কত?

উত্তরঃ ৩১.৮৭৫ বর্গ সেন্টিমিটার

৮৷ একটি ত্রিভুজের ভূমি ৬ সেন্টিমিটার ৫০ মিলিমিটার এবং উচ্চতা ৪০০ মিলিমিটার এর ক্ষেত্রফল কত বর্গসেন্টিমিটার?

উত্তরঃ ২২০ বর্গ সেন্টিমিটার

৯। ৭ কিলােমিটার ৭ সেন্টিমিটার = কত মিটার?

উত্তরঃ ৭০০০.০৭ মিটার

১০৷ উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের এক ভাগকে এক মিটার বলে?

উত্তরঃ উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের ১ কোটি ভাগের এক ভাগকে মিটার বলে?

About Post Author

Related posts