MCQ শর্ট সাজেশন, আন্তর্জাতিক দেশ – মহাদেশ।

MCQ শর্ট সাজেশন, দেশ - মহাদেশ

কিছু গুরুত্বপূর্ণ নৈবিত্তিক প্রশ্ন উত্তর সমাধান mcq শর্ট সাজেশন ২০২১। প্রাথমিক ও প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়তা, আন্তর্জাতিক বিষয়াবলী দেশ মহাদেশর এম সি কিউ নিয়ে নিম্নে আলোচনা তুলে ধরা হলো

পপি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশ গুলোকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়?
উত্তরঃ মিয়ানমার থাইল্যান্ড ও লাওস

লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ অবস্থিত-
উত্তরঃ আরব সাগরের দক্ষিণ-পূর্বাংশে

এশিয়া ও ইউরোপ মহাদেশকে একত্রে বলা হয়-
উত্তরঃ ইউরেশিয়া

এশিয়ার সর্ব উত্তরের বিন্দু-
উত্তরঃ চেলুসকিনের অগ্রভাগ

এশিয়ার সর্ব পশ্চিমের বিন্দু-
উত্তরঃ বেবা অন্তরীপ

পৃথিবীর শীতলতম স্থানের নাম কি?
উত্তরঃ ভারখয়ানস্ক, রাশিয়া

প্রাচ্যর দেশগুলোর মধ্যে কোন দেশে প্রথম সূর্য উদয় হয়?
উত্তরঃ জাপান

মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতি দেশ কোনটি?
উত্তরঃ লেবানন

সভ্যতার সূতিকাগার বলা হয় কোন দেশকে?
উত্তরঃ মিশরকে

মিন্দানাও কোথায় অবস্থিত?
উত্তরঃ ফিলিপাইনে

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত-
উত্তরঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তরঃ এশিয়া

বিখ্যাত ‘কুতুব মিনার’ অবস্থিত-
উত্তরঃ দিল্লিতে

দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ-
উত্তরঃ ভারত

‘মেসোপটেমিয়া’ এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে?
উত্তরঃ ইরাক

ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা-
উত্তরঃ ২৮টি

পৃথিবীর অর্ধেকের বেশি লোক বাস করে-
উত্তরঃ এসিয়ায়

City of Flowering Trees বলা হয় কোন শহরকে?
উত্তরঃ হারারে

উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশ অবস্থিত?
উত্তরঃ আফ্রিকা

কোন দেশে পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকৃতির জাতি পিগমিদের বাস?
উত্তরঃ কঙ্গো

About Post Author

Related posts