কাপড়ে মাড় দিতে হয় কেন? মাড় প্রয়োগের ৫টি নিয়ম লিখ

কাপড়ে মাড় দিতে হয় কেন? মাড় প্রয়োগের ৫টি নিয়ম লিখ । কাপড়ের চাকচিক্য ও উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কাপড়ে মাড় দিতে হয়তাই মাড় প্রয়োগে নিচের ৫টি নিয়ম

 

কাপড়ে মাড় দেওয়া কারণ

অপরিচ্ছন্ন পোশাকের দাগ তোলা ও ধৌতকরনের পরবর্তী পর্যায়ের কাজ হলো কাপড়ে কিছুটা কাঠিন্য ও চকচকে ভাব আনার জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো ভাতের মাড়, ময়দা, এরারুটি, বার্লি, গঁদের কলপ প্রভৃতি।

 

মাড় দেওয়ার ফলে-

  • পোশাকের চাকচিক্য ও উজ্জল্য বৃদ্ধি পায়।
  • পরিমাণ মত সঠিক নিয়মে মাড় দিলে ধোয়া নরম পোশাকে কাঠিন্য ও নতুনত্ব ফিরে আসে।
  • পোশাকের আরাম, সৌন্দর্য ও পরিপট্য বাড়ায়।

কাপড়ে মাড় প্রয়োগের ৫টি নিয়ম

  1. পোশাক ব্যবহারের পূর্বে মাড় পাতলা কাপড় বা ছাকনি দিয়ে ছেঁকে ব্যবহার করতে হবে।
  2. পোশাক উল্টো করে মাড়ে ভিজাতে হবে।
  3. ভারী পোশাকে হালকা এবং পাতলা পোশাকে ঘন মাড় দিতে হবে।
  4. কালো ও সাদা পোশাকের ক্ষেত্রে ঠান্ডা পানিতে নীল গুলে পুরো মাড়ে মিশিয়ে তারপর কাপড়ে দিতে হবে।
  5. মাড় প্রয়োগের পর পোশাকটি শুকিয়ে নিতে হবে। অথবা কাপড়ে দুর্গন্ধের সৃষ্টি হবে।

About Post Author

Related posts