থার্মোকাপল বা তাপযুগল কাকে বলে?
উত্তর: দুটি ভিন্ন বিশুদ্ধ ধাতু বা সংকর ধাতুর তৈরি তারের দুই প্রান্তে যুক্ত করে একটি বদ্ধ বর্তনী তৈরি করে,
সংযোগস্থল দুটির একটিকে নিম্ন স্থির তাপমাত্রায় এবং অপরটি অজানা তাপমাত্রার বস্তুতে রাখলে বর্তনীতে ক্ষীণ তড়িচ্চালক বলের সৃষ্টি হয়
এবং বর্তনীতে তড়িৎ প্রবাহ চলে। এরূপ একজোড়া সংযোগকে থার্মোকাপল বা তাপযুগল বলে।