মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন কর।

মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন কর আলোচ্য উদ্দীপকে  মিনারা বেগম মাছ চাষের যে উদ্যোগটি নিয়েছে যা খুবই প্রশংসাদায়ক। কারণ পুকুরে মিশ্র মাছ চাষ অধিক লাভজন

 

উত্তর: মিনারা বেগমের উদ্যোগটি মিশ্র মাছ চাষ পদ্ধতি। নিম্নে এ উদ্যোগটির মূল্যায়ন করা হলাে:

উদ্দীপকের মিনারা বেগম একই পুকুরে বিভিন্ন মাছ চাষ করার উদ্যোগ নেন। যেমন: সিলভার কার্প, রুই, কাতলা ও কার্পিও ইত্যাদি। তাছাড়াও যে সব প্রজাতির মাছ রাক্ষুসে স্বভাবের নয়, খাদ্য নিয়ে প্রতিযােগিতা করে না, জলাশয়ের বিভিন্ন স্তরের খাবার গ্রহণ করে, এসব গুণের কয়েক প্রজাতির মাছ একই পুকুরের মধ্যে একত্রে চাষ করাকে মূলত মিশ্র মাছ। চাষ পদ্ধতি বলে।

এছাড়াও তিনি পুকুর প্রস্তুত করার জন্য নিম্নলিখিত ধাপ অনুসরণ করেন:

  • চুন প্রয়ােগ: পুকুরে তিনি চুন প্রয়ােগ করার মাধ্যমে পুকুরের পানি জীবাণু মুক্ত করে এবং পানির ঘােলাটে অবস্থা দূর করে।
  • সার প্রয়ােগ: পুকুরের প্রাকৃতিক খাদ্যের জন্য তিনি সার প্রয়ােগ করেছেন।

এছাড়াও মৎস্য কর্মকর্তার সাথে পরামর্শ করার মাধ্যমে তিনি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন। উপরিউক্ত বিষয়গুলাে পর্যালােচনা করলে বােঝা যায় যে, মিনারা বেগমের উদ্যোগটি ছিল মিশ্র মাছ চাষ পদ্ধতি।

 

অ্যাসাইন্টমেন্ট প্রশ্নের উত্তর মালা 2020

About Post Author

Related posts