তৃণভোজী, মাংসাশী এবং সর্বভুক প্রাণী কাকে বলে?

তৃণভোজী, মাংসাশী এবং সর্বভুক প্রাণী কাকে বলে?

 

তৃণভোজী প্রাণী : তৃণ কথার অর্থ হলো ঘাস। অর্থাৎ, যেসব প্রাণী সবুজ উদ্ভিদ, ঘাস, লতাপাতা খেয়ে জীবন ধারণ করে তাদেরকে তৃণভোজী প্রাণী বলে।

গরু, খরগোশ, হরিণ, ছাগল ইত্যাদি তৃণভোজী প্রাণীর উদাহরণ।

মাংসাশী প্রাণী : যে সকল প্রাণী অপর প্রাণীর মাংস খেয়ে জীবনধারণ করে তাদের মাংসাশী প্রাণী বলে।

বাঘ, সিংহ, নেকড়ে, বাজ পাখি, শকুন ইত্যাদি মাংসাশী প্রাণীর উদাহরণ।

সর্বভুক প্রাণী : যে সব প্রাণী মাংস ও তৃণ দুই খাদ্য রূপে গ্রহণ করে তাদের সর্বভুক প্রাণী বলে।

মানুষ, ভাল্লুক, শূকর ইত্যাদি সর্বভুক প্রাণীর উদাহরণ।

About Post Author

Related posts