হাইড্রোজেন ফুয়েল সেল (Hydrogen fuel cell) কাকে বলে? এর সুবিধা কি?

হাইড্রোজেন ফুয়েল সেল (Hydrogen fuel cell) কাকে বলে? এর সুবিধা কি?

Hydrogen ও অক্সিজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে যে সেল তৈরি করা হয় তাকে হাইড্রোজেন ফুয়েল সেল বলে।

হাইড্রোজেন ফুয়েল সেলে হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। যেখানে অ্যানোডে হাইড্রোজেন গ্যাস জারিত হয় এবং ক্যাথোডে অক্সিজেন গ্যাস বিজারিত হয়।

হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা

হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধাগুলো হলো–

১. এটি থেকে অবিরাম তড়িৎপ্রবাহ পাওয়া যায়।

২. এটির দক্ষতা প্রায় ৯৮% পর্যন্ত হতে পারে।

৩. উৎপন্ন পদার্থ পানি হওয়ায় পরিবেশ দূষণ ঘটে না।

৪. এটি হালকা বলে সহজে বহন করা যায়।

৫. উৎপন্ন বিদ্যুতের ঘনত্ব অনেক বেশি।

৬. যানবাহনে বিকল্প শক্তির উৎস হিসেবে ব্যবহার করা যায়।

৭. মহাশূন্যে তড়িৎ উৎস হিসেবে এ সেল ব্যবহার করা যায়।

About Post Author

Related posts