রসায়ন ও শক্তি (নবম ও দশম শ্রেণি), রসায়ন
প্রশ্ন-১. আন্তঃআণবিক শক্তি বেশি হলে পদার্থের অবস্থা কীরূপ হয়?
উত্তর : কঠিন।
প্রশ্ন-২. রাসায়নিক বন্ধন কাকে বলে?
উত্তর : মৌলসমূহের একে অপরের সাথে যুক্ত হবার শক্তিকে রাসায়নিক বন্ধন বলে।
প্রশ্ন-৩. রাসায়নিক বন্ধন কত প্রকার ও কি কি?
উত্তর : রাসায়নিক বন্ধন ৩ প্রকার। যথা– (i) আয়নিক বন্ধন : ধাতু ও অধাতুর মধ্যকার বন্ধন; (ii) সমযোজী বন্ধন : অধাতু ও অধাতুর মধ্যকার বন্ধন; (iii) ধাতব বন্ধন : ধাতব দন্ডে বিদ্যমান পরমাণুসমূহের বন্ধন।
প্রশ্ন-৪. আন্তঃআণবিক শক্তি কাকে বলে?
উত্তর : পদার্থের অণু বা আয়নসমূহের মধ্যে যে আকর্ষণ বল বিদ্যমান তাকে আন্তঃআণবিক শক্তি বলে।
প্রশ্ন-৫. তাপোৎপাদী বিক্রিয়া কাকে বলে?
উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলে। সাধারণভাবে সকল দহন বিক্রিয়া তাপোৎপাদী। যেমন, কাঠকে বাতাসে দহন করলে তাপ উৎপন্ন হয়। এখানে কাঠের দহন একটি তাপোৎপাদী বিক্রিয়া।
প্রশ্ন-৬. তাপহারী বিক্রিয়া কাকে বলে?
উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে। যেমন, পানির মধ্যে গ্লুকোজ যোগ করলে পানি কিছুটা ঠান্ডা হয়ে যায়। কারণ এক্ষেত্রে পানি ও গ্লুকোজের দ্রবণ পরিবেশ থেকে তাপ শোষণ করে।
প্রশ্ন-৭. চুনের সংকেত কি?
উত্তর : চুনের সংকেত CaO।
প্রশ্ন-৮. তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া কত প্রকার?
উত্তর : দুই প্রকার।
প্রশ্ন-৯. বিক্রিয়া তাপ কাকে বলে?
উত্তর : কোনো রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত তাপকে বিক্রিয়া তাপ বলে।
প্রশ্ন-১০. খাবার সোডার রাসায়নিক নাম কি?
উত্তর : সোডিয়াম বাই কার্বনেট।
প্রশ্ন-১১. লেবুর রসে কোন এসিড থাকে?
উত্তর : সাইট্রিক এসিড।
প্রশ্ন-১২. ভিনাগারে কোন এসিড থাকে?
উত্তর : এসিটিক এসিড।
প্রশ্ন-১৩. H–Cl বন্ধনশক্তি কত?
উত্তর : 431 kj/মোল।
প্রশ্ন-১৪. O = O এর বন্ধনশক্তি কত?
উত্তর : 498 kj/মোল।
প্রশ্ন-১৫. তাপ ও আলো কীভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে?
উত্তর : তড়িৎ চুম্বকীয় রশ্মি হিসেবে চারিদিকে ছড়িয়ে পড়ে।