স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবারের পার্থক্য কি?

স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবারের পার্থক্য কি?

পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার পদ্ধতি বেশি ব্যবহৃত হয়।
নিচে এদের পার্থক্য আলোচনা করা হলো।

  • স্যাটেলাইট পৃথিবীর পৃষ্ঠ থেকে ৩৬,০০০ কি.মি. উপরে অবস্থান করে তথ্য প্রেরণ করে। অপরদিকে অপটিক্যাল ফাইবার সমুদ্রের তলদেশ দিয়ে তথ্য আদান-প্রদান করে।
  • স্যাটেলাইট মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণ করে। কিন্তু অপটিক্যাল ফাইবার আলোক সংকেত ব্যবহার করে তথ্য প্রেরণ করে।
  • স্যাটেলেইটের গতি তুলনামূলক কম। কিন্তু অপটিক্যাল ফাইবারের গতি তুলনামূলক বেশি।
  • স্যাটেলাইট তারবিহীন যোগাযোগ মাধ্যম। কিন্তু অপটিক্যাল ফাইবার তারযুক্ত যোগাযোগ মাধ্যম।
  • স্যাটেলাইট সিগনালের বিঘ্নতা ঘটে। কিন্তু অপটিক্যালের হয় না।

Table of Contents

About Post Author

Related posts