স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় কেন?
উত্তর : সাধারণ মিটার স্কেলে মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য মাপা যায়।
মিলিমিটারের ভাগ্নাংশ যেমন ০.১ মিলিমিটার বা ০.২ মিলিমিটার পর্যন্ত পরিমাপের জন্য ভার্নিয়ার স্কেল প্রয়োজন হয়।
স্লাইড ক্যালিপার্স হলো সূক্ষ্ম পরিমাপ নির্ণয়ের একটি স্কেল।
তাই মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপ করার জন্য স্লাইড ক্যালিপার্সের সাথে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়।