ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র MCQ উত্তর মালা

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র MCQ উত্তর মালা 2021

১। সাধারণ অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ সদস্য সংখ্যা থাকে কতজন?

ক) ৭ জন খ) ১০ জন গ) ২০ জন ঘ) ৫০ জন

 

২। বাংলাদেশে বহাল অংশীদারি আইনের কত ধারায় এ ব্যবসায়ের সংজ্ঞা প্রদত্ত হয়েছে?

ক) ২ ধারা খ) ৩ ধারা গ) ৪ ধারা ঘ) ৫ ধারা

 

৩। কে অংশীদার হওয়ার যোগ্য?

ক) সরকারি কর্মকর্তা

খ) রাষ্ট্রপতি গ) গৃহিণী

ঘ) বিদেশি নাগরিক

 

৪। অংশীদারি ব্যবসায়ের আবশ্যকীয় উপাদান হলো—
i. একাধিক সদস্য

ii. চুক্তিবদ্ধ সম্পর্ক

iii. নিবন্ধন

নিচের কোনটি সঠিক

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

 

৫। অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের দায় সাধারণভাবে কেমন?

ক) সসীম খ) অসীম

গ) মূলধন পর্যন্ত সীমাবদ্ধ

ঘ) প্রতিশ্রুত মূল্য পর্যন্ত সীমাবদ্ধ

 

৬। নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলে?

ক) নামমাত্র খ) ঘুমন্ত

গ) সীমাবদ্ধ ঘ) প্রতিবন্ধ

 

৭। শুধুমাত্র লিখিত বিজ্ঞপ্তি দ্বারা কোন ধরনের অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন ঘটে?

ক) সাধারণ খ) ঐচ্ছিক

গ) সীমাবদ্ধ ঘ) নির্দিষ্ট

 

৮। অংশীদার নির্বাচনে বিবেচ্য যোগ্যতা হলো—

i. চুক্তি সম্পাদনের যোগ্যতা

ii. আর্থিক সামর্থ্য

iii. যোগ্যতা ও দক্ষতা

নিচের কোনটি সঠিক

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

 

৯। ১৯৩২ সালের অংশীদারি আইনের কোন ধারায় বিলোপসাধন সম্পর্কে বলা হয়েছে?

ক) ৩৯ খ) ৪০

গ) ৪১ ঘ) ৪২

 

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

১০। কোন ধরনের অংশীদার ব্যবসায় হতে মুনাফা দাবি করতে পারে?

ক) আচরণে অনুমতি

খ) আপাত দৃষ্টিতে

গ) প্রতিবন্ধ ঘ) সীমাবদ্ধ

 

১১। কোনটি অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে?

ক) সসীম দায়

খ) একক ঝুঁকি

গ) চুক্তিবদ্ধ সম্পর্ক

ঘ) চিরন্তন অস্তিত্ব

১২। অংশীদারি চুক্তি হতে পারে

i. মৌখিক

ii. লিখিত

iii. নিবন্ধিত

নিচের কোনটি সঠিক

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

১. গ ২. গ ৩. গ ৪. ক ৫. খ ৬. গ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. গ ১২. ঘ।

About Post Author

Related posts