রাইডার প্রয়োজন কেন?

রাইডার প্রয়োজন কেন?
বিশ্লেষণী রসায়নে কোন নমুনার ভর পরিমাপ করার জন্য পল বুঙ্গি ব্যালেন্স ব্যবহার করা হয়।
পল বুঙ্গি ব্যালেন্সের তুলাদন্ডে দাগাঙ্কিত বীমের উপর বিভিন্ন ভর যুক্ত ধাতব তারের যে পেঁচানো লুপ থাকে তাকে রাইডার বলে।
পল বুঙ্গি ব্যালেন্সের সাহায্যে কোন নমুনার ওজন পরিমাপে দশমিকের পরে চারঘর অর্থাৎ 0.0001g পর্যন্ত পরিমাপ করা বেশ কষ্টকর হয়। কিন্তু রাইডার ব্যবহার করে 0.0001g পরিমাণ নমুনার ওজন সহজে পরিমাপ করা যায়।
এইজন্য পল বুঙ্গি ব্যালেন্সে রাইডার ব্যবহার করা হয়।

About Post Author

Related posts