ডেসিমোলার দ্রবণ প্রমাণ দ্রবণ কেন?

ডেসিমোলার দ্রবণ প্রমাণ দ্রবণ কেন?

যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে।
ডেসিমোলার দ্রবণের ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 মিলি দ্রাবকে 0.1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে।
ডেসিমোলার অর্থ কোন পদার্থের আণবিক ভরের এক দশমাংশ (0.1মোল) 1 লিটার দ্রাবকে দ্রবীভূত থাকলে তাকে ডেসিমোলার দ্রবণ বলে। এক্ষেত্রে দ্রবণের ঘনমাত্রা 0.1 mol/L বা 0.1M হয়।
যেহেতু ডেসিমোলার দ্রবণে নির্দিষ্ট আয়তনে দ্রব্যের পরিমান নির্দিষ্ট অর্থাৎ জানা থাকে।
একারণে ডেসিমোলার দ্রবণকে প্রমাণ দ্রবণ বলা হয়।

Table of Contents

About Post Author

Related posts