SSC MCQ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর রসায়ন ২০২১

১। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক?
ক) হেমাটাইট খ) ম্যাগনেটাইট
গ) বক্সাইট ঘ) চালকোসাইট
উত্তর : খ)

২। মুদ্রা ধাতু কোনটি?
ক) নিকেল খ) ম্যাগনেসিয়াম
গ) কপার ঘ) ক্রোমিয়াম
উত্তর : গ)

৩। ২২ ক্যারেট স্বর্ণে কতভাগ কপারসহ অন্যান্য ধাতু থাকে?
ক) ৮.৩৩% খ) ১২.৫% গ) ১৮% ঘ) ১৮.৫%
উত্তর : খ)

৪। সর্বপ্রথম ব্যবহৃত ধাতু সংকর কোনটি?
ক) পিতল খ) কাঁসা
গ) ইস্পাত ঘ) স্বর্ণ
উত্তর : খ)

৫। রেললাইন প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়?
ক) লোহা খ) কপার
গ) ইস্পাত ঘ) স্টেইনলেস স্টিল
উত্তর : গ)

৬। রুটাইলের সংকেত কোনটি?
ক) FeWO4 খ) TiO2
গ) CO2 ঘ) SO2
উত্তর : খ)

৭। ক্যারামেলের বর্ণ কোনটি?
ক) সাদা খ) হলুদ গ) কালো ঘ) লাল
উত্তর : গ)

৮। পিতলে জিংকের শতকরা পরিমাণ কত?
ক) ৬০% খ) ৩৫% গ) ৪৫% ঘ) ৯৫%
উত্তর : খ)

৯। লিমোনাইট কোন পদার্থের আকরিক?
ক) জিংক খ) লোহা গ) অ্যালুমিনিয়াম ঘ) ক্যালসিয়াম
উত্তর : খ)

১০। সালফারের গলনাঙ্ক কত?
ক)১৮০°C খ)১৯০°C গ)১১৮°C ঘ) ১০০°C
উত্তর : গ)

About Post Author

Related posts