সংকর ধাতু কাকে বলে? সংকর ধাতু তৈরি করা হয় কেন?

সংকর ধাতু কাকে বলে? সংকর ধাতু তৈরি করা হয় কেন?

একটি ধাতুর নির্দিষ্ট সংযুক্তির সাথে অপর ধাতু,
অধাতুর নির্দিষ্ট পরিমাণ মিশ্রিত করে যে কঠিন ধাতব যৌগ তৈরি করা হয় তাকে সংকর ধাতু বলে।

ধাতব পদার্থের উল্লেখযোগ্য ধর্মগুলো হচ্ছে এর গলনাঙ্ক, নমনীয়তা, সম্প্রসারণশীলতা, তড়িৎ পরিবাহিতা, ঘনত্ব, কাঠিন্য প্রভৃতি।
সংকর ধাতু তৈরির মাধ্যমে ধাতুর এই সকল ধর্মকে উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব অর্থাৎ যে কাজে ধাতুর যে ধর্মটি কম বা
বেশি দরকার সেই ধর্মটিকে ঠিক সেভাবে নিয়ন্ত্রণ করে এবং কাজটিকে সঠিকভাবে সম্পন্ন করা যায়। এ কারণে সংকর ধাতু তৈরি করা হয়।

About Post Author

Related posts