মেজারিং সিলিন্ডারে নির্ভুল পরিমাপ পদ্ধতি

মেজারিং সিলিন্ডারে নির্ভুল পরিমাপ পদ্ধতি

মেজারিং সিলিন্ডার সাধারণত বোরো সিলিকেট কাঁচের তৈরি হয়।
পানি কাঁচকে ভেজায় এবং পৃষ্ঠতল টানের কারণে পানি মেজারিং সিলিন্ডারের গায়ে বক্রতলের মত কিছুটা উপরের দিকে দেখায়।
যাকে Uper meniscus বলে এবং বক্রতলের নিচের অংশকে Lower meniscus মিনিসকাস বলা হয়।

মেজারিং সিলিন্ডারে নির্ভুলভাবে পরিমাপের ক্ষেত্রে যে পরিমাণ তরল
পরিমাপ করতে হবে তার নির্দিষ্ট দাগ যেন তরলের Lower meniscus স্পর্শ করে।
মেজারিং সিলিন্ডারে এইরূপে তরল সঠিকভাবে পরিমাপ করা যায়।

About Post Author

Related posts