কনিক্যাল ফ্লাস্ক কী?

কনিক্যাল ফ্লাস্ক কী? Erlenmeyer flask

কনিক্যাল ফ্লাস্ক হচ্ছে, পরীক্ষাগারে ব্যবহৃত বোরো সিলিকেট কাঁচের তৈরি একটি পাত্র। যার নিচের দিকে মোটা, চ্যাপ্টা তলা বিশিষ্ট এবং উপরের দিকে অপেক্ষাকৃত সরু থাকে।

পরীক্ষাগারে বিভিন্ন বিক্রিয়া সংগঠনের জন্য বা টাইট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করা হয়।
25ml, 50ml, 250ml বিভিন্ন আয়তনের কনিক্যাল ফ্লাস্ক পাওয়া যায়।
টাইট্রেশন পদ্ধতিতে কনিক্যাল ফ্লাস্কে যে দ্রবণ নেওয়া হয় তাকে টাইট্রেট বা টাইট্রান্ড বলে।

About Post Author

Related posts