রিনস করা হয় কেন?

রিনস করা হয় কেন? rinse

সাধারণত আয়তনিক বিশ্লেষণে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয়, সেই যন্ত্রপাতিগুলোকে ব্যবহারের পূর্বে সাবান পানি বা ডিটারজেন্ট বা
ক্রোমিক এসিড দ্বারা ধৌত করার পরে পাতিত পানি দ্বারা ধুয়ে নিতে হবে।

এরপর যন্ত্রপাতিতে যে দ্রবণ নিয়ে কাজ করতে হবে সেই দ্রবণ দ্বারা যন্ত্রপাতিগুলোর ভিতরের অংশ একবার ধুয়ে নিতে হয়। একে রিনস করা বলে।
এতে বিশ্লেষণে ভুলের সম্ভাবনা কম যায়।

About Post Author

Related posts