জারক পদার্থের সংরক্ষণ পদ্ধতি।

জারক পদার্থের সংরক্ষণ পদ্ধতি।

জারক পদার্থ গুলি অন্য পদার্থকে জারিত করে।
এজন্য এদেরকে জারক সংবেদনশীল পদার্থ থেকে আলাদা ভাবে,
যথাসম্ভব নিরাপদ দূরত্বে সংরক্ষণ করতে হবে।

দাহ্য পদার্থ গুলি জারক পদার্থের সংস্পর্শে আসেলে বিস্ফোরণ ঘটে।
সেজন্য দাহ্য পদার্থগুলি যেন জারক পদার্থের সংস্পর্শে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে।

জারক পদার্থ গুলি গ্যাস হলে এদেরকে নিচ্ছিদ্রভাবে সংরক্ষন করতে হবে।

জারক পদার্থ সংরক্ষণের ক্ষেত্রে এমনপাত্র ব্যবহার করতে হবে যেন ঐ পাত্রের ক্ষয় না ঘটে।
এইজন্য জারক পদার্থ গুলিকে সাধারণত কাঁচ বা প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করা প্রয়োজন।
জারক পদার্থসমূহ বায়ুর সংস্পর্শে যেন না আসে সেই ব্যবস্থা করতে হবে।

About Post Author

Related posts