SSC 2021 জীববিজ্ঞান MCQ নৈব্যক্তিক টিক উত্তরমালা মডেল ১৪

SSC 2021 জীববিজ্ঞান MCQ নৈব্যক্তিক টিক উত্তরমালা মডেল ১৪

১) জাইগোটের বিভাজন কী ভাবে ঘটে?
উত্তরঃ অনুপ্রস্থে

২) কয়টি নিউক্লিয়াস মিলে সস্য কলা গঠিত হয়?
উত্তরঃ ৩টি

৩) হরমোন কী ধরনের পদার্থ?
উত্তরঃ জৈব রাসায়নিক

৪) হরমোন কী থেকে নিঃসৃত হয়?
উত্তরঃ নালিহীন গ্রন্তি

৫) কত ঘণ্টা পর নিষিক্ত ডিম্বাণুর কোষ বিভাজন শুরু?
উত্তরঃ ৩৬ ঘণ্টা

৬) অমরা অপর কী নামেও পরিচিত?
উত্তরঃ গভফুল

৭) কত সপ্তাহে মুকুলের মতো অঙ্গাণু গঠিত হয়?
উত্তরঃ ৫ সপ্তাহের পর

৮) সন্তান প্রসবের প্রায় কত দিন পর স্বাভাবিক ঋতুস্রাব শুরু হয়?
উত্তরঃ ৪৫

৯) কত বয়সের পর মেনোপজ শুরু হয়?
উত্তরঃ ৪০-৫০

১০) হরমোন কীসের মাধ্যমে বাহিত হয়?
উত্তরঃ রক্ত

১১) কোনটি পিউরিন?
উত্তরঃ A ও G

১২) ক্রোমোজোম আবিষ্কার করেন কে?
উত্তরঃ স্টাস বাজার

১৩) ত্বকের গঠন জন্য দায়ী কোনটি?
উত্তরঃ DNA

১৪) কোনটি পিউরিন?
উত্তরঃ এডিরিন

১৫) কন্যা সন্তান জন্ম দেওয়া জন্য মূলত দায়ী কে?
উত্তরঃ পিতা

১৬) ১ মাইক্রন সমান কত?
উত্তরঃ ১/১০০০মি. মি.

১৭) ডিএনএ অণুতে কোনটি অনুপস্থিত?
উত্তরঃ ইউরাসিল

১৮) মানব দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কতটি?
উত্তরঃ ৪৬ টি

১৯) জেমস ওয়াটসন কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ 1928

২০) বংশগতির প্রধান উপাদান কী?
উত্তরঃ ক্রোমোজোম

২১) নিচের কোনটি বংশগতিবস্তুু?
উত্তরঃ জিন

২২) মেন্ডেলের গবেষণার উদ্ভিদ কোনটি?
উত্তরঃ মটরশুঁটি

২৩) মানুষের দেহের প্রতিটি কোষে কতটি জিন থাকতে পারে?
উত্তরঃ ১০০,০০০

২৪) কোন বন্ধনটি অধিক শক্তিশালী?
উত্তরঃ G=C

২৫) এডিনিন – থাইমিন কোন বন্ধন যুক্ত থাকে?
উত্তরঃ হাইড্রোজেন

About Post Author

Related posts