সক্রিয় নাইট্রোজেন কি?

নাইট্রোজেন গ্যাসের মধ্যে বিদ্যুৎ ক্ষরণের ফলে নাইট্রোজেনের যে রূপভেদ পাওয়া যায় তা সাধারণ নাইট্রোজেন অপেক্ষা যথেষ্ট ক্রিয়াশীল বলে এরূপ নাইট্রোজেনকে সক্রিয় নাইট্রোজেন বলে।

সক্রিয় নাইট্রোজেন অনেক রাসায়নিক বিক্রিয়া ঘটায়। যা সাধারণ নাইট্রোজেনের পক্ষে সম্ভব নয়।
যেমনঃ সক্রিয় নাইট্রোজেনের সাথে লোহিত ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আর্সেনিক এর বিক্রিয়ায় এদের নাইট্রাইট গঠিত হয়।

Mg + N₂ —–> Mg₃N₂
P + N₂ ——-> PN
Ca + N₂ ——-> Ca₃N₂

About Post Author

Related posts