সমন্বয় ও নিঃসরণ (বিজ্ঞান), অষ্টম শ্রেণি (পঞ্চম অধ্যায়)
প্রশ্ন-১. মানবদেহের ছাঁকনি যন্ত্রটি কোন বর্জ্য পদার্থ রক্ত থেকে পৃথক করে?
উত্তর : ইউরিয়া।
প্রশ্ন-২. কোনটি বীজের সুপ্তাবস্থা কাটাতে সাহায্য করে?
উত্তর : জিব্বেরেলিন।
প্রশ্ন-৩. কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধি প্রতিবন্ধক হিসাবে কাজ করে?
উত্তর : অ্যাবসাইসিক এসিড।
প্রশ্ন-৪. মস্তিষ্কের কোন অংশ আমাদের খাদ্য গ্রহণ ও শ্বসন নিয়ন্ত্রণ করে?
উত্তর : মেডুলা।
প্রশ্ন-৫. ফলের অকালে ঝরে পড়া রোধ হয় নিচের কোনটির অভাবে?
উত্তর : অক্সিন।
প্রশ্ন-৬. মানব মস্তিষ্কের প্রধান অংশের নিচের অংশগুলো কী কী?
উত্তর : থ্যালামাস ও হাইপোথ্যালামাস।
প্রশ্ন-৭. ফ্লোরিজেন নামক হরমোন কোথায় উৎপন্ন হয়?
উত্তর : পাতায়।
প্রশ্ন-৮. আম ঝড়ে পড়ার জন্য দায়ী কোনটি?
উত্তর : ইথিলিন।
প্রশ্ন-৯. মানবদেহে রেচন অঙ্গ কয়টি?
উত্তর : ৩।
প্রশ্ন-১০. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ কয়টি?
উত্তর : ২টি।
প্রশ্ন-১১. মস্তিষ্কের নিচের অংশ কোনটি?
উত্তর : মেডুলা।
প্রশ্ন-১২. মানবদেহের প্রধান রেচন অঙ্গ কোনটি?
উত্তর : বৃক্ক।
প্রশ্ন-১৩. আমাদের দেহে শতকরা কতভাগ পানি?
উত্তর : ৬০-৭০।
প্রশ্ন-১৪. নিউরনের প্রধান অংশের নাম কি?
উত্তর : কোষদেহ।
প্রশ্ন-১৫. ফ্যাটি এসিড ও গ্লিসারল কোনটির মাধ্যমে শোষিত হয়?
উত্তর : লাসিকা গ্রন্থি।