পলিমারকরণ কি?

পলিমারকরণ কি?

গ্রিক শব্দ পলি (poly) অর্থ বহু এবং মেরােস (meros) অর্থ অংশ বা একক (unit )।
সুতরাং ছােট একক অণু থেকে বৃহৎ অণু সৃষ্টির প্রক্রিয়াই হচ্ছে পলিমারকরণ।
অর্থাৎ যে বিক্রিয়ায় একই যৌগের (যেমন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন) বহুসংখ্যক অণু পরপর যুক্ত হয়ে বৃহৎ অণু বিশিষ্ট নতুন যৌগ উৎপন্ন করে,
সে বিক্রিয়াকে পলিমারকরণ বলে এবং উৎপন্ন যৌগকে পলিমার ও মূল যৌগকে মনােমার (monomer) বলে। যেমন, উচ্চ চাপে (1000 – 1200 atm) ও 100 – 200°C তাপমাত্রায় সামান্য অক্সিজেনের উপস্থিতিতে 600 – 1000 ইথিন অণুর সংযােগে পলিথিন উৎপন্ন হয়।

Table of Contents

About Post Author

Related posts