ক্ষার কাকে বলে?

ক্ষার কাকে বলে বা ক্ষার কি?

যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাকেই ক্ষার বলে। অর্থাৎ ক্ষার একটি ক্ষারীয় ধাতু বা
ক্ষারীয় ধাতব ধাতুর উপাদানগুলির একটি মৌলিক হাইড্রক্সাইড বা আয়নিক লবণ, যা পানিতে দ্রবণীয়।

উদাহরণস্বরূপ, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনে, এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি।

লিটমাস কাকে বলে?

সুতরাং আমরা বলতে পারি, যে সকল ক্ষারক অতিমাত্রায় পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলে।

About Post Author

Related posts