ভালোবাসার উপদেশ এস এম এস, উক্তি মূলক কথা

ভালোবাসার উপদেশ এস এম এস

ভালোবাসার উপদেশ এস এম এস, ২০২১/ ২০২২/ 2021 উপদেশ এস এম এস বাংলা,উপদেশ মেসেজ,উপদেশ মূলক কিছু কথা,স্ট্যাটাস উপদেশ মূলক কথা,উপদেশ মূলক উক্তি,ভালবাসার উপদেশ মুলক কথা,শিক্ষামূলক উপদেশ,ভালবাসার উপদেশ, bangla valobashar upodesh mulok kotha, bangla sms ukti,

মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশকরতে যেওনা। কেননা,সে তোমার এই দুর্বলতারসুযোগ নিয়ে কষ্টদিতে পারে।

কাওকে কষ্ট দিয়ে,সুখে থাকার আশা করাটা বোকামি ছারা আর কিছুই নয় মনে রেখো,
এর থেকেও প্রখর কষ্ট তোমার জন্য অপেক্ষা করছে

আর ও পড়ুন: অবহেলা নিয়ে স্ট্যাটাস

পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায়

জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া খুব একটা কঠিন কাজ নয়।কিন্তু,কারো হাত ধরে অনেক টা পথ হেঁটে গিয়ে,সেখান থেকে একা একা ফিরে আসা খুব বেশি কঠিন

পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে,
কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে

কারো সুখের জন্য ভালো পেনসিল না হতে পারো।কিন্তু ভালো রাবার হও,তার দুঃখ মুছার জন্য।

মানুষ মানুষের জন্য,মানুষকে ভেবোনা বাজারের পন্য,হয়তো ভুল করে সে তোমায় বেসেছে ভালো,তাই বলে তুমি নিভিয়ে দিওনা,তার জীবনের আলো

যখন ভালবাসা তোমার কাছে অজানা তখন বুঝবেনা সুখ কী, যখন কাউকে ভালবাসবে তখন বুঝবে ব্যাথা কী?
যখন তুমি ভালবাসা হারিয়ে ফেলবে তখন বুঝবে জীবন কী

কাউকে ভালোবাসার জন্য একটা শক্তিশালী হৃদয়ের প্রয়োজন।
আর কারো দ্বারা আঘাত পাওয়ার পরও তাকে ভালোবেসে যাওয়ার জন্য লাগে তারচেয়েও শক্তিশালী হৃদয়।
যা অনেকের থাকে না।
মৃত্যর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন,
কতো ভয়ানক তা একমাত্র আমি অনুভব করতে পারি।

আর ও পড়ুন: 2021 সালের নতুন পিক, ছবি, ফটো, পিকচার

উপদেশ মুলক এস এম এস | উপদেশ মূলক পিকচার | উপদেশ এস এম এস | ইসলামিক উপদেশ এস এম এস | ভালবাসার উপদেশ মূলক কথা/ ভালোবাসার উপদেশ

ছাত্র বয়সে কাউকে পাওয়ার আসায় নিজের জীবন নষ্ট করো না.তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও.সময় বলে দেবে তুমি হবে কার এবং কে হবে তোমার

লাজুক ধরনের মানুষ কোন সময় মনের কথা বলতে পারেনা, মনের কথা হড়বড় করে বলতে পারে একমাত্র পাগলেরাই। তাই পাগলেরাই পৃথিবীর সবচেয়ে বড় সুখি

তুমি দেখতে সুন্দর বলে,অন্যকে ঘৃনা করোনা।কারন,তুমি যার হাতে সৃষ্টি,সে তার হাতে সৃষ্টি ।কখনো নিজের সুন্দোর্যনিয়ে অহংকার করোনা

পরিপূর্ণতৃপ্তি নিয়ে কুঁড়েঘরে থাকাওভালো, অতৃপ্তি নিয়ে বিরাটঅট্টালিকায় থাকার কোনস্বার্থকতা নেই

এমনকাউকে ভালবেসনা যারকাছে প্রয়োজন ব্যতীততোমার আর কোন মূল্য নেই ।তাকেই ভালবেসযে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে

কাউকে আবেগেরভালোবাসা দিওনা,মনের ভালোবাসা দিও!কারন আবেগেরভালবাসা ১দিনবিবেকের কাছে হেরে যাবেআর মনেরভালোবাসা চিরোদিনথেকে যাবে

যদি তুমি কাওকেভালবাস,তবে তাকে মুক্তি দাও,যদি সে ফিরে আসে,তবে সে তোমার।আর যদি ফিরে না আসে, তবে সে কোনদিন ও তোমারছিল না

জীবনে কাউকে এতোটা ভালোবাসা উচিনা যাতে তাকে ভুলতে কষ্টহয়,আবার এতটাও ঘৃণা করা উচিতনাহ যে তার জন্য তোমারমায়া হয়

সেই ছেলেকে জীবন সঙ্গী করো, যার ভবিষ্যৎ ভালো। সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো, যার অতীত ভালো।

মদ খা, গাজা খা, পারলে একটু বিড়ি খা, তার পরো প্রেম করিস না। কলিজা পচে যাক, তারপর মন টা তো ভালো থাকলো।

কেউ যদি তোমারভালবাসার মূল্যনা বুঝে তবে নিজেকে নিঃস্বভেবো না,কারন জীবনটা এত তুচ্ছ না।

ছাত্র জীবনের চেয়ে মধুরজীবনআর নেই।কথাটার বাস্তবিক প্রমানিতহয় যখন ছাত্রজীবন অতীত হয়ে যায় | — হযরত সুলাইমান (আঃ)

মেয়েদের বোঝা খুবকঠিন।একটি মেয়েকে কখনো পুরোপুরি বুঝতে যানা।পুরোপুরি বুঝতে গেলে হয়আপনি পাগল হয়ে যাবেননয়তো আপনি মেয়েটিরপ্রেমে পড়ে যাবেন।”

চেহারা দেখে যদি মানুষ চেনা যেতো তাহলে ভুল মানুষের প্রেমে পরে এতো কাদতে হতো না

উপদেশ মূলক উক্তি বাণীঃ ভালোবাসার উপদেশ

তোমার ক্রোধকে ধমিয়ে রাখ, নচেৎ ক্রোধই তোমাকে নিঃস্ব করে দিবে।
— হোরেস

তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে।
— উইলিয়াম শেক্সপিয়র।

অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে বরং নিজেকে উপযোগী করে তোল যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে।
— জর্জ বার্নার্ড।

সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।
— এপিজে আবদুল কালাম।

আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না।
— রবীন্দ্রনাথ ঠাকুর।

আর ও পড়ুন:নতুন বছরে শুভেচ্ছা জানানোর এস এম এস

 

বাঙালি একশো ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায় , পঞ্চাশ ভাগ সৎ হ’লেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত ।
— হুমায়ুন আজাদ।

যতোদিন মানুষ অসৎ থাকে ততোদিন তার কোনো শত্রু থাকে না , কিন্তু যেই সে সৎ হয়ে উঠে তার শত্রুর অভাব থাকে না।
— হুমায়ুন আজাদ।

কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা।
— হুমায়ুন আজাদ।

দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না।
— হুমায়ূন আহমেদ।

ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্ব সাধন সিদ্ধ হয় তার।
— লালন।

শিক্ষামূলক উপদেশ

অভিমান কখনো মনে পুষে রাখবেন না,
প্রকাশ করে ফেলুন নয়তো ভুলে যান। কারণ,
ক্ষুদ্র ক্ষুদ্র অভিমান থেকেই বৃহৎ দূরত্বের সৃষ্টি হয়।

কিছু মানুষ তোমায় মূল্য দেবে না, তাই
বলে তুমি নিজেকে কখনো মূল্যহীন মনে করো না।

স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। সব
হারিয়ে ফেলা মানুষও একটা স্বপ্নকে আকড়ে ধরে
বেঁচে থাকে। তাই কখনো স্বপ্ন হারা হবেন না।

কাউকে দুঃখ দিবেন না মানুষের
নিঃশ্বাসের বিশ্বাস নেই হতে পারে তার কাছে
ক্ষমা চাওয়ার সময়টুকু নাও পেতে পারেন।

মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে
কাঁদানো অনেক ভালো। এতে সে সাময়িক কষ্ট
পেলেও তোমার প্রতি তার বিশ্বাস অটুট থাকবে।

সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার, সুন্দর জীবন নষ্ট করো না। কারণ, পৃথিবীতে
সুন্দর মানুষের অভাব নেই। কিন্তু সুন্দর মনের অভাব।

জীবনে একটা কথা মনে রেখো। কারো
চোখের স্বপ্ন নষ্ট করে, কোনোদিনও নিজের
স্বপ্ন সাজানো যায় না।

যখন তোমরা ৩ জন থাকো তখন ২ জন
চুপি চুপি কথা বলবে না।
তাহলে অন্য জনের মনে কষ্ট আসবে।

স্ট্যাটাস উপদেশ মূলক কথা/ ভালোবাসার উপদেশ

কাউকে দৌড়ানি দিতে হলে প্রথমে নিজে ভাল করে শিখে নিতে হয় কিভাবে দৌড়াতে হয়, তা না হলে দৌড়ানি দিতে গিয়ে দৌড়ানি খেয়ে আসার সম্ভবনা থাকে।

কয়লা ধুইলে কয়লার ময়লা যাবেনা ঠিকই কিন্তু কয়লা ক্ষয়েক্ষয়ে নিঃশেষ হওয়ার সুযোগ থাকে। আর আমাদের সবার সে সুযোগটা নেয়া উচিত।

মানুষের মৃত্যু দিন হচ্ছে তার সত্যিকার জন্মদিন। কারণ, জন্ম থেকে শুরু হওয়া সার্কিটটা সম্পূর্ণ হয় মৃত্যুতে এসে। মৃত্যুর পর একজন মানুষের পোর্টেটটা সামনে দৃশ্যমান হয়। তাই মৃত্যুই তার আসল জন্মদিন।’

মৃত্যুদণ্ড খুবই নিম্নমানের একটা শাস্তি। কারণ সেটা অপরাধীকে মুক্তি দেয় আর শাস্তি দেয় কিছু নিরপরাধ মানুষদের( যেমনমা,বাবা,ভাই,বোন, বউ, ছেলেমেয়ে আত্মীয়স্বজন।

জীবন বোঝার সবচেয়ে বড় উপায় হচ্ছে জীবনকে বাঁচিয়ে রাখো, নিজের মতো করে জীবনটা যাপন করো।

আমার সব সমস্যা তুমি” দাঁড়াও, এটুকু শুনেই চলে যেও না। পুরো বাক্যটা তো “আমার সব সমস্যা তুমি আসার পর মিটে গেছে” – হতে পারে।

আর ও পড়ুন: 2021 Happy New Year Wishes for sms

পূর্ব পরিকল্পনা করে সময় নষ্ট না করে। যখনকার পরিকল্পনা তখন নিতে হবে.. কেননা কোন ঘটনা যে পূর্বপরিকল্পনা মত ঘটবেতার তো কোন নিয়শ্চয়তা নেই তাহলে কেন আমি পূর্বপরিকল্পনা করে সময় এবং ব্রেন দুটোরই অপচয় করব।

আদিকাল থেকেই মানুষের জিজ্ঞাসা ছিল।যেমন, আমাদের বাচ্চারা জিজ্ঞেস করে এটা কী? ওটা কী? একটা সময় মানুষ জাতিরও শিশুকাল ছিল। তখন মানুষও প্রশ্ন করছে, এটা কী? ওটা কী? এক সময় আমরা বলতাম, সূর্য উঠছে, সূর্য ডুবছে। কিন্তু না, এখন বলি, আমি উঠছি, আমি ডুবছি। মহাবিশ্বের একটা আকর্ষণ ক্ষমতা আছে। পৃথিবীর মতো এ রকম আরও গ্লোব আছে, আকর্ষণের শক্তিও আছে।

About Post Author

Related posts