ট্রপিক চলন কাকে বলে?
বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপক উদ্ভিদদেহে উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে উদ্ভিদে যে চলন ও বৃদ্ধি সংঘটিত হয় সেসব চলনকে ট্রপিক চলন বলে।
জীবের মতো উদ্ভিদও অনুভূতি ক্ষমতাসম্পন্ন। উদ্ভিদকে আঘাত করলে বা স্পর্শ করলে উদ্ভিদদেহে অনুভূতি সৃষ্টি হয়। বহিঃউদ্দীপক আলো,
ভূমি ও পানি ইত্যাদির প্রভাবে উদ্ভিদের বিভিন্ন অঙ্গের চলন ঘটে থাকে। যেমন– আলোর প্রভাবে কাণ্ডের আলোর দিকে বেঁকে যাওয়া।