চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে?
সাধারণ গাণিতিক হিসাব-নিকাশের জন্য ধনাত্মক (positive) ও ঋণাত্মক (negative) সংখ্যার প্রয়োজন হয়।
ধনাত্মক সংখ্যার জন্য (+) চিহ্ন এবং ঋণাত্মক সংখ্যার জন্য (-) চিহ্ন ব্যবহৃত হয়।
অর্থাৎ কোনো সংখ্যাকে ধনাত্মক ও ঋণাত্মক বোঝানোর জন্য যে চিহ্ন বা Sign ব্যবহৃত হয় তাকে চিহ্ন যুক্ত সংখ্যা (Signed number) বলে।
সংখ্যা পদ্ধতি (Number System) কাকে বলে? সংখ্যা পদ্ধতির প্রকারভেদ