অস্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? অস্থানিক সংখ্যা পদ্ধতির উদাহরণ

অস্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? অস্থানিক সংখ্যা পদ্ধতির উদাহরণ

যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের ওপর নির্ভর করে না তাদের অস্থানিক সংখ্যা পদ্ধতি (Non Positional Number System) বলে।
এটি একটি প্রাচীন পদ্ধতি। এ পদ্ধতিতে প্রতীক হিসেবে হাতিয়ার, পশুপাখি,
জীবজন্তুর ছবি এমনকি গাছ বা ফুল দিয়ে নির্দিষ্ট সংখ্যামান প্রকাশ করা হতো। Hieroglyphics সংখ্যা পদ্ধতি অস্থানিক সংখ্যা পদ্ধতির উদাহরণ।

চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে?

About Post Author

Related posts