এইচটিএমএল (HTML) ইমেজ ট্যাগ কি?

এইচটিএমএল (HTML) ইমেজ ট্যাগ কি?

<img> ট্যাগ হলো  HTML এ ব্যবহৃত এক ধরনের ট্যাগ। সাধারণত HTML পেজে ইমেজ সংযুক্ত বা প্রদর্শিত করার জন্য <img> ট্যাগ ব্যবহৃত হয়। অর্থাৎ <img src=”url”> । <img> ট্যাগ এর দুটি এট্রিবিউট হলাে-src এবং alt । <img> ট্যাগটি এম্পটি অর্থাৎ এটি কেবল অ্যাট্রিবিউট বহন করে এবং এর কোনাে ক্লোজিং ট্যাগ নেই। ওয়েব পেইজে কোনাে ইমেজ প্রদর্শন করতে চাইলে <img> ট্যাগ এর সাথে src অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। scr এর অর্থ হলো source। ইমেজ ট্যাগের href অ্যাট্রিবিউটে url অংশে ছবির ঠিকানা নির্ধারণ করে দিতে হয়।

ওয়েবপেজে ইমেজ ব্যবহারের গুরুত্ব

  • ওয়েব পেইজে ইমেজ বা গ্রাফিক্স ব্যবহার করে খুব সহজেই টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যায়।
  • ইমেজের মাধ্যমে কোনাে তথ্য প্রকাশ করলে পাঠকরা খুব সহজে বিষয়টি উপলদ্ধি করতে পারে।
  • ইমেজ হচ্ছে ভিজিটরদের দৃষ্টি আকর্ষণ করার অন্যতম উপায়।
  • ইমেজকে ওয়েবপেজে লিংক হিসেবে বা নেভিগেশন টুলস (Nevigation Tools) হিসাবে ব্যবহার করা যায়।

এইচটিএমএল এলিমেন্ট (HTML Element) কি?

About Post Author

Related posts