আলোক সমাণুতা কাকে বলে? আলোক সমাণুতার শর্ত

আলোক সমাণুতা কাকে বলে? সমাণুতার শর্ত

আলোক সক্রিয় যৌগের একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট দুটি কনফিগারেশনের একটি যদি
সমবর্তিত আলোর তলকে ঘড়ির কাঁটার দিকে এবং অপরটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত করে
তাদেরকে আলোক সমাণু এবং এ বিষয়কে আলোক সমাণুতা বলে।

আলোক সমাণুতার শর্ত
১. যৌগকে আলোক সক্রিয় হতে হবে।
২. যৌগের অণুতে কাইরাল কার্বন থাকতে হবে।
৩. আলোক সক্রিয় যৌগের সমাণু দু’টি একে অপরের দর্পন প্রতিবিম্ব কিন্তু এরা
পরস্পরের উপর সমাপতিত হয় না।

ধাতু, অধাতু এবং উপধাতু কাকে বলে?

About Post Author

Related posts