প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লী কাকে বলে? এর গঠন ও কাজ

প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লী কাকে বলে? এর গঠন ও কাজ

কোষ প্রাচীরের নীচে সমস্ত প্রােটোপ্লাজমকে ঘিরে যে স্থিতিস্থাপক ও অর্ধভেদ্য সজীব পর্দা থাকে তাকে প্লাজমা মেমব্রেন, সেল মেমব্রেন, সাইটোমেমব্রেন বা কোষ ঝিল্লী বলে। মেমব্রেনটি জায়গায় জায়গায় ভাঁজ বিশিষ্ট হতে পারে। প্রতিটি ভাঁজকে মাইক্রোভিলাস (বহুবচনে মাইক্রোভিলাই) বলে।

প্লাজমা মেমব্রেন এর গঠন
প্লাজমামেমব্রেন প্রধানত লিপিড ও প্রােটিন দিয়ে গঠিত। এর গঠন বিন্যাস সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী ভিন্ন ভিন্ন মডেল প্রস্তাব করেছেন তবে অধিকাংশ বিজ্ঞানীদের মতে লিপিড- এর অণুগুলাে দুটি স্তরে সজ্জিত হয়ে মেমব্রেন এর কাঠামাে গঠন করে এবং দুই স্তর লিপিড কাঠামাের মধ্যে প্রােটিন অণুগুলাে অবস্থান করে। বিভিন্ন বিজ্ঞানীদের দেয়া মডেল যেমন Danielli-Daveson Model, Fluid Mosaic Model, Unit-Membrane Model, Benson’s Model.

সমীকরণিক কোষ বিভাজন কাকে বলে?

প্লাজমা মেমব্রেন এর কাজ

  • কোষকে নির্দিষ্ট আকার দান করে;
  • কোষ এর অভ্যন্তরীণ সকল বস্তুকে ঘিরে রাখে;
  • বাইরের সকল প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে;
  • কোষের বাইরে এবং ভিতরে পদার্থের স্থানান্তর নিয়ন্ত্রণ ও সমন্বয় করে;
  • বিভিন্ন বৃহদাণু সংশ্লেষ করতে পারে;
  • বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে।

Table of Contents

About Post Author

Related posts