কোষচক্র কি?
কোষচক্র মাইটোসিসের একটি ধারাবাহিক প্রক্রিয়া।
প্রক্রিয়াটি শুরুর আগেই নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে হয়।
এ অবস্থাকে ইন্টারফেজ বলে। এর পরই মূল প্রক্রিয়া বা বিভাজন পর্যায় শুরু হয়।
কোষের প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেজ (বিরাম—১, DNA অনুলিপন ও বিরাম—২)
এবং বিভাজন পর্যায়কে (প্রফেজ, প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেজ। প্রােমেটাফেজ , মেটাফেজ, অ্যানাফেজ ও টেলােফেজ) সমষ্টিগতভাবে কোষচ বলে। হাওয়ার্ড এবং পেযল্ক (Howard & Petc. 1953) এর কোষচক্র অনুযায়ী মাত্র ৫-১০ ভাগ সময় বিভাজনে বা মাইটোসিসে ব্যয় হয় এবং ৯০-৯৫ ভাগ সময়েই ব্যয় হয় ইন্টারফেজে দশায়।