স্নায়ুকলা কি? স্নায়ুকলার কাজ
যে কলা দেহের সব ধরনের সংবেদন এবং উদ্দীপনা গ্রহণ করে এবং তা পরিবহনের মাধ্যমে উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে, সেটাই স্নায়ুটিস্যু বা স্নায়ুকলা। বহুসংখ্যক স্নায়ুকোষ বা নিউরনের সমন্বয়ে স্নায়ুটিস্যু গঠিত। নিউরনই স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যক্রমের একক।
স্নায়ুকলার কাজঃ
স্নায়ুকলার কাজ হলো–
যকৃত কৃমি ও গোলকৃমির মধ্যে পার্থক্য কি?
উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করা।
উদ্দীপনা বা ঘটনাকে মস্তিষ্কে ধারণ করা।
দেহের বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করা।